#মন্ত্রণালয় #লিড নিউজ

প্রবাসীদের জন্য সুসংবাদ দিলেন মন্ত্রী

প্রত্যেক উপজেলায় প্রবাসীদের সুরক্ষায় আলাদা সেল গঠনের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

শনিবার (৬ জুলাই) সিলেটে এক হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৪ এর এক সেমিনারে তিনি এ ঘোষণা দেন।

সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমদ চৌধুরী। এতে মূল আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. বায়েজিদ সরকার ও প্রবাসী রেজাউল কবির রাজ ।

এ সময় সিলেট চেম্বারের সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, ব্যারিস্টার ফয়েজ উদ্দীন আহমদ, লেখক ও শিক্ষাবিদ মিহির কান্তি চৌধুরী, প্রবাসী শাহাব উদ্দীন, কাপ্তান হোসেন ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *