প্রধান উপদেষ্টার কাছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী’র খোলা চিঠি

প্রবাস লাইভ ডেস্ক: গত রোববার (২৭ অক্টোবর) ৮৪ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রবীন এই রাজনীতিবিদকে গ্রেফতার করার বিষয়টিকে অমানবিক বলেছেন তার পরিবার।
জানা গেছে, হুইল চেয়ার বা অন্যের সহযোগিতা ছাড়া তিনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তার গুরুতর ইন্টারস্টিশিয়াল ফুসফুসের রোগ, স্টেন্ট সহ করোনারি আর্টারি ডিজিজ, ডায়াবেটিস ও হিপ সার্জারি রয়েছে। উপযুক্ত শারীরিক থেরাপি ছাড়া এভাবে বিনাচিকিৎসায় তার শারিরীক অবস্থা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তার পরিবারবর্গ।
মোশাররফ পত্নী আয়েশা সুলতানার বরাতে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে লেখা একটি খোলা চিঠি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার হতে দেখা গেছে। যেখানে তিনি লিখেছেন,
বিষয়: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অন্যায় গ্রেফতারের বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়,
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের কামনা করি।
আমি, আয়েশা সুলতানা, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে আপনার নেতৃত্বাধীন স্কাউট টিমের সদস্য এবং প্রাক্তন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী।
আপনি জাতির পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির প্রতি আমরা আস্থা রাখি। কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে যে অন্যায় ঘটছে, তা আমার হৃদয়কে ভীষণভাবে আঘাত করেছে।
২০২২ সালের ৭ ডিসেম্বরের একটি ঘটনার সঙ্গে জড়িত করে আমার স্বামীর বিরুদ্ধে পল্টন থানায় মিথ্যা মামলা করা হয়েছে। অথচ ওইদিন তিনি কক্সবাজারে ছিলেন। এই মামলার ভিত্তিতে তাকে গত ২৭ অক্টোবর গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে বিগত কয়েক বছরের পুরনো, বানোয়াট ও তাড়াহুড়ো করে দায়ের করা আরও কয়েকটি মামলা করা হয়েছে। যেমন, জোরারগঞ্জ থানার মামলা নম্বর ৩ ও ১৭ এবং মীরসরাই থানার মামলা নম্বর ১৮।
আমার স্বামী বয়োবৃদ্ধ এবং গুরুতর অসুস্থ। বছর দুয়েক আগে সিড়িতে পড়ে গুরুতর আহত হয়ে তাঁর হিপ সার্জারি হয়েছিল। সার্জারির ত্রুটির কারণে তিনি কারো সহায়তা ছাড়া হাঁটতে পারেন না। গ্রেফতারের সময় তার হুইলচেয়ার পর্যন্ত নেয়া হয়নি। কোভিড-১৯ মহামারির পর থেকে তাঁর পারকিনসন রোগ আরও জটিল হয়েছে। ফুসফুসের রোগও রয়েছে। এই অবস্থায় তাঁকে কারাগারে রাখা অমানবিক।
আমি আপনার নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমার স্বামীর বিরুদ্ধে করা মিথ্যা মামলাগুলো খতিয়ে দেখার জন্য। তাঁকে মুক্ত করে আমাদের পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করুন।
আপনার সদয় বিবেচনার জন্য কৃতজ্ঞ থাকব।
আপনার বিশ্বস্ত,
আয়েশা সুলতানা
স্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন